শান্তিপুর: ফুলিয়া মহিষ ডাঙ্গায় রহস্যময় ভাবে মৃত্যু সদ্যোজাত শিশুর,মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার, মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো পুলিশ
Santipur, Nadia | Sep 27, 2025 রহস্যময় ভাবে মৃত্যু হলো এক সদ্যোজাত শিশুর। সূত্রের খবর, ফুলিয়া মহিসডাঙ্গার বাসিন্দা এক মহিলা গত 2 দিন আগে ফুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে এক পুত্র সন্তানের জন্ম দেন। এর পর শুক্রবার তাকে ছেড়ে দেওয়া হলে সন্তান নিয়ে বাড়ী যান ওই মহিলা। অভিযোগ, শনিবার সকালে ওই শিশুর জ্ঞান না ফেরায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের পরিবেশ পরিবারে। তবে কি কারণে এই মৃত্যু তা জানতে ওই মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে শান্তিপুর পুলিশ।