কুমারগ্রাম: ঘোড়ামারা চৌপথীর তৃণমূল কার্যালয় থেকে আসবাবপত্র নিয়ে গেলেন প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীরা, দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে
ঘোড়ামারা চৌপথীতে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সমস্ত আসবাবপত্র নিয়ে গেলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়ের অনুগামীরা। বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। বুধবারের এই ঘটনায় বিধানসভা ভোটের আগে কুমারগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, গত আগস্ট মাসে তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি পদে ধীরেশচন্দ্র রায়কে সরিয়ে সুদয় নার্জিনারিকে দায়িত্ব দেওয়া হয়।