পুঞ্চা: রমাইডি ব্রাহ্মণ পাড়া কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির,উপস্থিত মন্ত্রী
Puncha, Purulia | Oct 22, 2025 কালী পুজো মন্ডপ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।বুধবার বেলা ১২ টা থেকে পুঞ্চা ব্লকের রমাইডি ব্রাহ্মণ পাড়া কালি মন্দিরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।ক্যাম্প অরগানাইজার তুফান মহাপাত্র বলেন এই ক্যাম্পে ৬০জন রক্তদাতা রক্তদান করেছেন তার মধ্যে ৭ জন মহিলা ও ২৮ জন নতুন রক্তদাতা রক্তদান করেছেন।উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস,পুঞ্চা ওসি সহ বিশিষ্টরা।