লাভপুর: আমার জন্ম এখানে তুই কে হরিদাস পাল! লাভপুরে সভা থেকে হুঁঙ্কার অনুব্রত মণ্ডলের
বিধানসভা নির্বাচন কে সামনে রেখে ও এস.আই.আর নিয়ে লাভপুরে বিপ্রটিকুড়ি তে তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা। সোমবার বিকেলে সেই জনসভায় হাজির হয়েছিলেন, কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, বিধায়ক অভিজিৎ সিংহ, সাংসদ অসিত মাল, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা সহ সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।এদিন সভামঞ্চ থেকে অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে বলেন, এস.আই.আর নিয়ে আতঙ্ক হবেন না। আমার বাবার জন্ম এখানে, দাদুর জন্ম এখানে আমার ও জন্ম এখানে।