বোলপুর-শ্রীনিকেতন: বোলপুর নেতাজি ক্লাবে শ্যামা পূজার থিমে ভবিষ্যতের প্রশ্ন “প্রযুক্তি বনাম প্রার্থনা”
বোলপুরের অন্যতম ঐতিহ্যবাহী শ্যামা পূজা নেতাজি ক্লাবের এবারে ৫৮তম বছর। প্রতি বছরের মতো এবারেও চোখধাঁধানো আলোকসজ্জা ও বিশাল আকৃতির থিম মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। আজ ২১ শে অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ কমিটির এক সদস্য জানান এবারের থিম “প্রযুক্তি বনাম প্রার্থনা” -যুগের সঙ্গে তাল মিলিয়ে এক অনন্য ভাবনা। যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জীবনের প্রতিটি ক্ষেত্র দখল করছে, তখন মানুষের বিশ্বাস, ভক্তি ও প্রার্থনা কি টিকে থাকবে? এই প্রশ্নই ফুটে উঠেছে থিমে