ধর্মনগর: গালোয়ান চকস্থিত জেলা পুলিশ সুপারের অফিসে পূজাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে বললেন জেলা পুলিশ সুপার
শনিবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের গালোয়ান চকস্থিত উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের অফিসে দূর্গাপূজাকে কেন্দ্র করে জেলা প্রশাসন কি কি প্রস্তুতি নিয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানান উত্তর জেলার জেলা পুলিশ সুপার IPS অভিনাশ রাই।