সোনামুড়া: আড়ালিয়া উদ্ধার ২০লক্ষ টাকার ফেন্সিডিল নেশা জাতীয় সিরাপ
সোনামুড়া থানা এলাকা থেকে উদ্ধার 4131বোতল অবৈধ নেশা সামগ্রী ফেনসিডিল এবং এসকফ। গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত আড়ালীয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সিপাহীজলা জেলা পুলিশ NCB,STF এবং BSF যৌথ বাহিনীর অভিযানে আসে এই সফলতা।ভোর রাত থেকে এলাকায় কর্ডন করে রেখে চলে অভিযান। অভিযানের নেতৃত্ব দেন এডিশনাল এসপি রাজিব সূত্রধর।