কলকাতা: পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন
মহেশতলা পৌরসভার ২০ নাম্বার ওয়ার্ডের পূর্ব মন্ডলপাড়ার একটি পুকুরে এক যুবকের মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা যায় ওই যুবক দীর্ঘ সাত বছর ধরে ওষুধ ডেলিভারির কাজ করতো। সোমবার সকালবেলা ওই যুবক বাড়ি থেকে বেরিয়েছিলেন ওষুধ ডেলিভারি করার জন্য। রাতে বাড়ি না ফেরায় হন্যে হয়ে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন, এরপর তারা মহেশতলা থানায় নিখোঁজ ডায়েরি করেন।