হাড়োয়া: অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে খলিসাদি থেকে বাবা,মা ও ছেলে তিন বাংলাদেশিকে গ্ৰেফতার করল পুলিশ
হাড়োয়া ব্লকের খলিসাদী গ্রাম থেকে অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে একই পরিবারের বাবা মাও ছেলে এই তিন বাংলাদেশীকে গ্রেফতার করল পুলিস। বাবার নাম মোকসেদ গাজী, মা ফতেমা বিবি ও ছেলে এনামূল গাজী।পুলিস সূত্রে জানা যায় শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ হাড়োয়া থানার বকজুড়ি পঞ্চায়েতের খলিসাদী এলাকায় সন্দেহজনক ভাবে তিনজন ঘোরাফেরা করার সময় গ্রামবাসীরা তাদেরকে আটকে পুলিসকে খবর দিলে পুলিস এসে তাদের জেরা করে জানতে পারে এই তিন জনের বাংলাদেশের যোশোর জেলায়