পুরুলিয়া ২: পুরুলিয়ার গোসালা রেল গেটের আন্ডার পাশের কাজ চলছে দ্রুতগতিতে বড় বড় মেশিন নিয়ে এসে কাজ শুরু করা
পুরুলিয়ার গোসালা রেল গেটের আন্ডার পাশের কাজ চলছে দ্রুতগতিতে। বড় বড় মেশিন নিয়ে এসে চলছে রাত দিন কাজ। যদিও রেলের দাবি দ্রুত ওই আন্ডারপাসটি চালু করার সব রকমের ব্যবস্থা করা হয়েছে।।