SIR সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বাঘমুন্ডি বিডিও-র কাছে প্রতিনিধি মূলক ডেপুটেশন বিজেপির। Special Intensive Revision (SIR) এর কাজ জোরদার ভাবে পশ্চিমবঙ্গে চলছে। আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন। তাই তার পূর্বে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। সেই মত বৃহস্পতিবার দুপুর প্রায় একটা নাগাদ SIR এর কাজে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে তার প্রতিবাদে বাগমুন্ডি BDO কাছে প্রতিনিধি ডেপুটেশন দিল বিজেপি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাত, বিধ