বোলপুর-শ্রীনিকেতন: ভ্রাতৃদ্বিতীয়ায় বোনদের ফোঁটা নিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী  চন্দ্রনাথ সিনহা
আজ ২৩ অক্টোবর সকাল ১১টা নাগাদ ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বোন ও দিদিদের কাছ থেকে ফোঁটা ও আশীর্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানের পর তিনি জানান, বাংলার ঘরে ঘরে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে ভাইফোঁটা। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাংলার সকল ভাই-বোনসহ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।