আলিপুরদুয়ার ১: জলদাপাড়া জাতীয় উদ্যানকে প্লাস্টিক মুক্ত রাখতে
সাফারি গাড়িতে রাখতে হবে বাঁশের ডাস্টবিন,জানালেন DFO
জলদাপাড়া জাতীয় উদ্যানকে প্লাস্টিক মুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বন দপ্তরে পক্ষ থেকে। এবার থেকে জঙ্গল সাফারির গাড়িতে বাঁশের ডাস্টবিন রাখতে বলে বলে সিধান্ত হয়েছে।সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ এমনটাই জানালেন জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO পারভিন কাশওয়ান।মঙ্গলবার থেকে জঙ্গল সাফারি শুরু হওয়ার আগে এদিন আবার জিপসি সাফারির চালকদের বাঁশের ডাস্টবিনও দেওয়া হয়।