কল্যাণী: কল্যাণী AIIMS -এ আক্রান্ত কেন্দ্রীয় শুল্ক আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন বিধায়ক অম্বিকা রায়
Kalyani, Nadia | Oct 26, 2025 সোনারপুর রাজপুরে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের এক আধিকারিকের উপর অটো চলকের হামলার ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড়। আবাসনে ঢোকার সময় গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগে, এই ঘটনার পর অটোচালক দলবল নিয়ে আবাশনের ভিতর ঢুকে ওই শুল্ক আধিকারিকের উপর হামলা চালায়, ফলে আহত হন ওই শুল্ক আধিকারিক প্রদীপ কুমার, তার মাথা ফাটিয়ে দেওয়া হয় পরিবারের সামনে। রবিবার সন্ধ্যায় আক্রান্ত প্রদীপ কুমারকে কল্যাণী এইমসে চিকিৎসার জন্য আনা হয় সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক অম্বিকা রায়।