নাম , বাবার নাম ভোটার কার্ডের নাম্বার এক রয়েছে ছবি পরিবর্তন করে বাগদার ভোট চলে গিয়েছে হুগলিতে । এস আই আর ফর্ম না পেয়ে ভোগান্তির শিকার হেলেঞ্চা পারকৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা মহাদেব দাস । ভোট ফিরে পেতে বাগদা থানার দ্বারস্থ হল মহাদেব ।ভোট ফিরে পেতে শনিবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।