মানিকচক: বাড়ি ঘর হারিয়ে অসহায় অবস্থায় ভূতনীর বাঁধে বহু পরিবার দিন কাটাচ্ছে, চাইছে পুনর্বাসন
গঙ্গা নদীর জলস্তর কমেছে স্বস্তি ফিরেছে ভুতনির বাসিন্দাদের মধ্যে। কিন্তু নদী ভাঙ্গনে এ বছর একের পর এক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। সবকিছু হারিয়ে ওই সমস্ত পরিবার গুলি বাঁধে আশ্রয় নিয়েছিল বন্যার সময়। কিন্তু আর সেই বাঁধ থেকে অন্য কোথাও সরে যেতে পারছেন না তারা। বাড়ি ঘর ভিটেমাটির সবকিছু গঙ্গা কেড়ে নিয়েছে অসহায় অবস্থায় বাঁধের ওপরে কোনক্রমে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে, কয়েকশো পরিবার। চাইছে সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করুক প্রশাসন।