ডায়মন্ডহারবার ১: নেতরা হটুগঞ্জের কাছে বাইক দুর্ঘটনায় গুরুতর জখোম হয় তিন নাবাল,
নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয় বাইক চালকসহ তিন নাবাল , দক্ষিণ নেতরা হটুগঞ্জ এর কাছে, আহত তিন জনকে ডাইমন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয় কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন