তমলুক: পরিযায়ী নেতা তো আসলে BJPর,শুভেন্দুর পরিযায়ী তকমাকে নস্যাৎ করে আজ গোকুলনগরে বলেন পরিবহন মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ২০০৭সালের ভূমি আন্দোলনের ১০ই নভেম্বর স্মরণে ১৮তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আজ গোকুলনগরে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের রাজ্য নেতৃত্বদের পরিযায়ী বলে কটাক্ষ করেন। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী বলেন উনি তো রাজ্যের বিরোধী দলের নেতা সরকারের যেমন সমালোচনা করবেন তেমনি রাজ্যের মানুষের উন্নয়নে উনার কিছু ভূমিকা থাকে সেটা না করে উনি কেবল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব