হাইলাকান্দি: অরুনোদয়ের সুবিধা বঞ্চনায় বঞ্চিতদের নিয়ে কংগ্রেসের প্রতিবাদী মিছিল মাঝপথে আটকে যায়
অরুনোদয়ের সুবিধা বঞ্চনার প্রতিবাদে বঞ্চিতদের সরব জেলা কংগ্রেস। এ নিয়ে জেলা কংগ্রেস ভবন থেকে বাটা চৌরঙ্গী এলাকায় গিয়ে পুলিশি ব্যারিকেডে আটকা পড়ে এ প্রতিবাদী মিছিল। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোজ মোহন দেব, জেলা যুব কংগ্রেস সভাপতি শহিদুল আলম বড়ভুইয়া সহ বিশিষ্ট কার্য্যকর্তারা। এদিন বিভাগীয় আধিকারিক স্মারকপত্র গ্রহণ করে শীঘ্রই বিহিত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন দুপুর প্রায় দেড়টা নাগাদ জানা গেছে।