দাসপুর ১: দাসপুরে ফের মাদক পাচার, গাড়ি সহ আটক ৬, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার কি জানালেন
কদিন আগেই বেআইনি মাদকদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তিনজনকে, দাসপুরে উদ্ধার হয়েছিল একাধিক নিষিদ্ধ কাফ সিরাপ এর বোতল। জানা গিয়েছে, পুরনো অভিযুক্তদের থেকে পুলিশ জানতে পারে এই চক্রের শিকড় কতদূর ছড়িয়ে। এরপরই আজ শুক্রবার ফের অভিযান। এদিন রাত্রিবেলা নাকা চেকিং এ তল্লাশির সময় আটক করা হয় একটি গাড়িকে। গাড়িতে তল্লাশি করলে উদ্ধার হয় 100ml এর নিষিদ্ধ কাফ সিরাপ এর একাধিক বোতল। আটক করা হয় আরও ৬ জনকে।