সোনামুড়া: দা দিয়ে কুপিয়ে রাবার বাগান ধ্বংস করে দিলো দুষ্কৃতিকারীরা,ঘটনা মনারচক উত্তর শান্তিনগর
আবারো নাশকতার কোপে রাবার বাগান। রাবার গাছের চ্যানেল কেটে নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা। এতে এ বছরের গাছ কাটা আর হবে না রাবার চাষীর। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন ওই রাবার চাষী। ঘটনা সোনামুড়া থানা দিন মনার চক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর শান্তি নগর ৬ নং ওয়ার্ড এলাকায়। ওই এলাকারই রাবার চাষী প্রিয় ব্রত পাল পিতা স্বর্গীয় গোপালচন্দ্র পাল।