পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান ও নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক শনিবার সন্ধ্যায় মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায় সফরে আসেন। তাঁর এই সফরে নস্যশেখ সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও খুশির পরিবেশ লক্ষ্য করা যায়। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা নস্যশেখ সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ এবং জেলা সম্পাদক অ্যাডভোকেট আবু কাউসার আলম সরকার (মিঠু)।