হবিবপুর: বুলবুলচন্ডী অঞ্চলের গৃহাঙ্গন, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ দোকানপাটে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠল
আজ ভাদ্র মাসের পুণ্য সংক্রান্তি তিথি। আর এই শুভ দিনে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় সকাল থেকেই মেতে উঠল হবিবপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। বুধবার ভোর থেকেই বুলবুলচন্ডী অঞ্চলের গৃহাঙ্গন, ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানপাট, বিভিন্ন কারখানা ও কল-কারখানায় শুরু হয় বিশ্বকর্মা পূজা। ধর্মীয় শুদ্ধাচার মেনে দেবশিল্পীর পূজার্চনা করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের।