ভগবানগোলা ২: ভগবানগোলার SIR কাজে রাজ্যের সেরা—পরিদর্শনে প্রশংসা ঋতব্রত ভট্টাচার্যের, রাজনৈতিক তির ছুঁড়লেন বিজেপি ও তৃণমূলের নেতাদের
মুর্শিদাবাদ জেলার SIR (Special Intensive Revision) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে শনিবার ভগবানগোলা পরিদর্শনে আসেন রাজ্যের মনোনীত পর্যবেক্ষক ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ঋতব্রত ভট্টাচার্য। এদিন তিনি ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভার এক নম্বর এবং দুই নম্বর ব্লকের মাঠপর্যায়ের কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ঋতব্রত ভট্টাচার্য জানান, জেলার মধ্যে ভগবানগোলার দুই ব্লকই SIR কাজে সর্বাধিক অগ্রগামী। এক নম্বর ও দুই নম্বর ব্লকের কর্মীদের আন্তরিকতা এবং সুসংগঠিতভাব