কোচবিহার ১: জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার, কোচবিহার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে সেতু নির্মাণের আশ্বাস তৃণমূলের জেলা সভাপতির
কোচবিহার পৌরসভার ১৮নম্বর ওয়ার্ডের বাঁধের পশ্চিম পাশের বাসিন্দারা মরাতোরসা নদী পার হয়ে শহরে আসতে হয়।তারা নিজেরাই চাঁদা সংগ্রহ করে এখানে একটি বাঁশের সাঁকো বানালেও বর্ষাকালে তা দিয়ে আর পারাপার সম্ভব হয় না। তাদের দীর্ঘদিনের দাবি যাতে এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হয়। অবশেষে শনিবার তাদের সেতু নির্মাণের আশ্বাস দিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। আশ্বাসে খুশি স্থানীয় বাসিন্দারা। কি জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি ও স্থানীয় বাসিন্দারা শুনে নেব।