বর্ধমান ১: মারগ্রাম থানা এলাকায় অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট করে গুরুত্বর জখম এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হল Bmchএ
মারগ্রাম থানা এলাকায় অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট করে গুরুতর জখম এক ব্যক্তিকে চিকিৎসার জন্য বুধবার সন্ধ্যা ছটায় চিকিৎসার জন্য নিয়ে আসা হলো Bmchএ। গুরুতরে জখম ওই ব্যক্তির নাম উজির হোসেন (৪০) বীরভূম জেলার মারগ্রাম থানার দিঘুলি মালপাড়া এলাকায় তার বাড়ি।জানা গেছে এদিন তিনি গাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার নামাচ্ছিলেন আর সেই সময় ব্লাস্ট করে অক্সিজেন সিলিন্ডার যার ফলে তিনি গুরুতর জখম হন। রামপুরহাট হাসপাতাল হয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে Bmch এ