আলিপুরদুয়ার ১: দাম বাড়লেও সবুজ বাজির ব্যাপক চাহিদা আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের বাজি মেলায়,বাজি কিনতে হুড়োহুড়ি
সোমবার কালীপুজোর দিন ব্যাপক ভিড় দেখা গেলো আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে বাজি মেলায়।এদিন দুপুর দেড়টা নাগাদ ওই মেলায় ব্যাপক ভিড় নজরে আসে।বাজি কিনতে হুড়োহুড়ি দেখা যায়।শহরের বাসিন্দারা ভিড় করেন।রবিবার থেকেই ওই মেলায় ভালো বিক্রি হচ্ছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।এদিন বাজি মেলায় আসা অনেকেই জানান গত বছরের তুলনায় এবছর মেলায় বাজির দাম অনেকটাই বেড়েছে।তবুও বাজি কেনার চাহিদায় ঘাটতি দেখা যায়নি।