পাড়া: আনাড়া রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিল আরপিএফ
Para, Purulia | Nov 4, 2025 অপারেশন আমানত অভিযানের অধীনে চমৎকার কাজের নিদর্শন রাখল আনাড়া রেলওয়ে স্টেশনের আরপিএফ পোস্ট। মঙ্গলবার সকালে কর্তব্যরত আরপিএফ কর্মীরা আনাড়া স্টেশনের সিমেন্টের বেঞ্চে ফেলে রাখা একটি বাদামী রঙের ব্যাগ উদ্ধার করেন। ব্যাগটির ভেতরে ছিল কিছু জামা কাপড়, খাবার ও ওষুধপত্র, যার আনুমানিক মূল্য প্রায় ₹২,০০০। আরপিএফ কর্মীরা দ্রুত তৎপরতা দেখিয়ে ব্যাগটি নিরাপদে উদ্ধার করেন। পরে বাঁকুড়ার কাঁটাবনীর বাসিন্দা অপূর্ব ঘোষাল নামে এক ব্যক্তি মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ আরপিএফ