কেশপুর: কেশপুরের পূর্বপল্লী ও বিবেক বাহিনী ক্লাবে কালীপুজো ও মেলার উদ্বোধন করা হলো, অনুষ্ঠানে বস্ত্র বিতরণও করা হয়
কেশপুরে ধুমধাম করে পালিত হচ্ছে কালীপুজো। কেশপুরের পূর্বপল্লী ও বিবেক বাহিনী ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজার উদ্বোধন করা হলো আজ সোমবার। কালী পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছে মেলার। পুজো এবং মেলার শুভ উদ্বোধন করা হয় এদিন সাড়ে দশটা নাগাদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজাসহ অন্যান্যরা। পূজোর উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বস্ত্রদানও করা হয় অনুষ্ঠানের মঞ্চ থেকে।