সোমবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বৃদ্ধার। একই ঘটনায় আহত হন আরও এক বয়স্ক বৃদ্ধা, যাঁকে প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী শান্তিনগর মোড় সংলগ্ন রাজ্য সড়কে।স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই একটি টোটো বুলবুলচন্ডী থেকে আইহো অভিমুখে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে।