তেহট্ট ১: মা কে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার হওয়া ফেলা দাসকে তোলা হল, তেহট্ট মহকুমা আদালতে
গত বৃহস্পতিবার গভীর রাতে বেতাই দক্ষিণ জিৎপুরের বাসিন্দা ফেলা দাস, তার মা অর্চনা দাসকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে, গত বৃহস্পতিবার তেহট্ট থানার পুলিশ ফেলা দাসকে গ্রেপ্তার করে এবং শুক্রবার দুপুর বারোটা ১৫ মিনিটের সময় তাকে তোলা হল তেহট্ট মহকুমা আদালতে।