রামপুরহাট ২: পাটনা পড্ডায় চুরির ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মারগ্রাম থানার পুলিশ
পাটনা পড্ডায় চুরির ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মারগ্রাম থানার পুলিশ রামপুরহাট ২ নম্বর ব্লকের পাটনা পড্ডা এলাকায় মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ তিন হাজার টাকা এবং সিটি গোল্ডের একজোড়া কানের দুল ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে মারগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।