বোলপুর-শ্রীনিকেতন: বোলপুরে সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা কে আক্রমণ করলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ
গতকালই বোলপুর শহরে বিজেপির নেতা তথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মিছিল করে গেছেন। আর সেই মিছিল থেকে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ তীব্র ভাষায় আক্রমণ করেন। কাজল শেখ তার জবাব দিলেন আজ তিনি বললেন ইডি, সিবিআই এর ভয় দেখিয়ে লাভ নেই, আমি ভয় পাই না এছাড়াও তিনি বলেন একটি কাগজ দেখে বলছিলেন সেই কাগজ কে দিয়েছে সেটাও খোঁজ করতে হবে।