রানাঘাট ১: কুলগাছি থেকে ধানতলা পুলিসের হাতে গ্রেফতার অবৈধ অনুপ্রবেশকারী 10 জন বাংলাদেশী নাগরিককে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশকারী 10 জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো ধানতলা থানার পুলিশ। সূত্রের খবর,রবিবার রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় কুলগাছি এলাকায় আত্মগোপন করে আছে বেশ কিছু বাংলাদেশি নাগরিক। আর এর পরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে কুলগাছি এলাকা থেকে 10 জন বাংলাদেশীকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বেশ কয়েক বছর আগে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে উত্তর প্রদেশ ও গুজরাটে গিয়ে থাকছিল।