রানিগঞ্জ: গত ৩ দিন আগে রানীগঞ্জের দামোদর নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ এক, উদ্ধারের দাবিতে নিমচা ফাঁড়িতে বিক্ষোভ
গত তিন দিন আগে রানীগঞ্জের দামোদর নদীতে বন্ধুদের সঙ্গে এক সাথে স্নান করতে গিয়েছিল বিপত্তারণ দত্ত । তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না বিপত্তারণ দত্তের। যদিও প্রথমে স্থানীয় বাসিন্দারা নিজেরাই দামোদর নদীতে খোঁজাখুঁজি করে। কিন্তু কোন খোঁজ পাওয়া যায়নি। বিপত্তারণ দত্তের বাড়ি তিরাট গ্রামের মন্ডলপাড়ায়। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল নিয়ে আসা হয় দামোদর নদীতে। আজ তিনদিন হয়ে গেলও কোন খোঁজ পাওয়া যায়নি বিতরণ দত্তের