বর্ধমান ১: নাদড়ায়,পালিতপুরে, হুগলির গুড়াপ থানা এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের
বর্ধমান থানার পালিতপুরে লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রকাশ মাঝি(৪০)। বর্ধমান থানারই মির্জাপুরে তাঁর বাড়ি। বৃহস্পতিবার দুপুরে পালিতপুরে রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ভির্তর ঘণ্টাখানেক পর তিনি মারা যান। অপরদিকে, হুগলির গুড়াপ থানা এলাকায় জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে।