আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক সুসংহত করতে রাজ্যজুড়ে তৎপরতা বাড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই রাজনৈতিক প্রস্তুতিরই অঙ্গ হিসেবে আজ রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে এক বিশাল রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় শহর বর্ধমানের গোদা ফুটবল খেলার মাঠে রবিবার দুপুর একটায়। বর্ধমান শহরের গোদার খেলার মাঠে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।