নলহাটি ১: বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা প্রী সার্জারী শিবির নলহাটি বিধায়ক এর উদ্যোগে
আজ শনিবার নলহাটি র ৩নম্বর ওয়ার্ডে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত, আন্তর্জাতিক সংস্থা 'অপারেশন স্মাইল' এর সহযোগিতায় এবং বীরভূম জেলার নলহাটি বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী রাজেন্দ্র প্রসাদ সিং মহাশয়ের উদ্যোগে 'শিশু বা যে কোন বয়সের ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা এবং নাকের রাইনোপ্লাস্টিক প্রী সার্জারি ক্যাম্প করা হোল । এই শিবিরে ৫৯ জন রোগী উপস্থিত ছিল তাদের মধ্যে ২৭ জন রোগী অপারেশন যোগ্য তাদের অপারেশন স্মাইলের দুর্গাপুর ক্লেফ্ট সেন্