পুরুলিয়া ২: আজ পুরুলিয়াতে ভাদু পরব, দিনভর বড় জিলিপি, লাড্ডু, খাজা কেনার জন্য জেলা জুড়ে দোকানগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড়
আজ পুরুলিয়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী ভাদুর জাগরণ বা ভাদু পরব । জেলার গ্রামগঞ্জের মহিলাদের ভাদু গানের মধ্য দিয়ে সারারাতভর স্মরণ করা হবে পুরুলিয়ার পঞ্চকোট রাজবংশের কন্যা পদ্মাবতী ওরফে ভাদুকে । ভাদুকে স্মরণের উদ্দেশ্যে ভাদু মূর্তির সামনে মিষ্টান্ন দ্রব্যের উপাচার দিতে জেলা জুড়ে বাজার ও গ্রামাঞ্চলের দোকানগুলিতে জিলিপি লাড্ডু খাজা ইত্যাদি কেনার জন্য দিনভর উপচে পড়লো ক্রেতাদের ভিড় ।