চুঁচুড়া-মগরা: চুঁচুড়ার গোয়ালটুলি সার্বজনীন দুর্গোৎসব সমিতির এ বছরের থিম ভিটেমাটি
গোয়ালটুলি সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম ভিটেমাটি। এ বছর তারা ৬৫ তম বর্ষে পদার্পণ করেছে। দেশভাগের সময় একশ্রেণীর মানুষ তারা কিভাবে জীবন যাপন করতো সেই সমস্ত কিছুই মন্ডপের ভেতর তুলে ধরা হয়েছে। যা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।