রায়গঞ্জ: গলা কাটা রক্তাত জখম যুবকের রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, চাঞ্চল্য ইটাহারের হাঁসুয়া এলাকায়, তদন্তে পুলিশ
গলা কাটা রক্তাত জখম যুবকের রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, চাঞ্চল্য ইটাহারের হাঁসুয়া এলাকায়৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সকালে মেডিকেল কলেজ সুত্রে জানা গেছে মৃত যুবকের নাম সৌমিত্র শীল, বয়েস আনুমানিক ৩০ বছর, বাড়ি ইটাহার থানার হাঁসুয়া এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে এদিন ভোরে নিজের বাড়িতেই ওই যুবককে গলা কাটা রক্তাত জখম অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা৷ তাকে উদ্ধার করে তারা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে৷