রায়গঞ্জ: ৪৫ জন তবলা বাদককে নিয়ে এক মঞ্চে Taal-e-Bappa তবলার তালে মুগ্ধ রায়গঞ্জ, উপস্থিত TIGPS র প্রিন্সিপাল, DICO সহ বিশিষ্টরা
শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের বিধানমঞ্চে অনুষ্ঠিত হলো “Taal-e-Bappa” তবলা উৎসব। একসঙ্গে ৪৫ জন তবলা বাদক মঞ্চে পরিবেশনা করেন, যা শহরবাসীর মন জয় করে। এই অনুষ্ঠানের মাধ্যমে উস্তাদ জাকির হোসেন, এ.আর. রহমান ও মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধা জানানো হয়। উদ্যোগটির কর্ণধার অমিতাভ দে জানান, এটি তাদের দ্বিতীয় বর্ষের অনুষ্ঠান। সহযোগিতা করেছে রায়গঞ্জ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল অভিজিৎ চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিরা