কুমারগ্রাম: মারাখাতা এলাকায় পথ-দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু
মারাখাতা এলাকায় পথ-দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালকের। মৃতের নাম অভয় বর্মন(১৫)। সোমবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, রবিবার রাতে অভয় বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেসময় একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় অভয়কে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।