রামনগর ১: রতনপুর মাঠে আয়োজিত হয়েছে পাঁচ দিনব্যাপী ১৬ দলীয় রত্নাগিরি দীঘা প্রিমিয়াম ক্রিকেট লীগ
রামনগরের রতনপুর মাঠে আজ থেকে পাঁচ দিনব্যাপী শুরু হয়েছে ১৬দলীয় রত্নাগিরি দিঘা প্রিমিয়াম লীগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নামে নামি খেলোয়াড়রা এই লীগের অংশগ্রহণ করেছেন প্রদীপ প্রজনন ও জাতীয় পতাকার মধ্য দিয়ে এই ক্রিকেট খেলার সূচনা করা হয় উপস্থিত ছিলেনপঞ্চায়েত সমিতির কর্মদক্ষ উত্তর অনুপ মাইতি সহ এলাকার নেতৃত্ব বিশিষ্ট গুণীজনরা |মূলত স্থানীয় মানুষজনদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা এই টুর্নামেন্টে আয়োজন |