পোলবা-দাদপুর: দাদপুর থানার পক্ষ থেকে সমন্বয় সভা হল দাদপুরের একটি ভবনে
দাদপুর থানার পক্ষ থেকে সমন্বয় সভা হল দাদপুরের একটি ভবনে। আজ বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় পোলবা দাদপুর ব্লকের দাদপুরের ১২২ টি বারোয়ারি ও বাড়ির কালীপুজো হয়ে থাকে। এই দীপাবলি শৃঙ্খলাবদ্ধভাবে এবং নির্বিগ্নে পরিচালন করতে দাদপুর থানা এলাকার এই সমস্ত বাড়োয়ারি পূজা কমিটির কার্যকর্তাদের নিয়ে এদিন দাতপুর থানার একটি ভবনে এই সমন্বয়ে সভা ও প্রশাসনিক,,