রায়গঞ্জ: চাঁদার নিয়ে জুলুমবাজিতে এক ব্যক্তিকে আটকে রেখে মারধরের অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের তুলসিতলা এলাকায়
চাঁদার নিয়ে জুলুমবাজিতে এক ব্যক্তিকে আটকে রেখে মারধরের অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের তুলসিতলা এলাকায়। মঙ্গলবার দুপুরে ঘটনার আইনত ব্যবস্থা গ্রহনের জন্য রায়গঞ্জ থানার দারস্থ হয় নিগৃহীত ব্যক্তি। অভিযোগকারীর নাম সঞ্জয় পাল, তার বাড়ি তুলসীতলা এলাকায়। তার অভিযোগ সোমবার রাতে স্থানীয় একটি ক্লাবের কালীপুজার চাঁদার জন্য তাকে দীর্ঘ সময় আটকে রাখে ওই ক্লাবের সদস্যরা। পাশাপাশি তাকে মারধরও করা হয় বলে অভিযোগ।