বড়ঞা: কালী প্রতিমা নিরঞ্জনে মেতে উঠল এলাকাবাসী! উৎসবের আমেজ ধান্যঘড়া গ্রামে
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের ধান্যঘড়া বাঁধে কালী মায়ের পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ এলাকায়। বৃহস্পতিবার রাত্রে কমিটির সদস্যরা জানান প্রতি বছরের মতো এই বছরও প্রাচীন রীতি মেনে আয়োজন করা হয়েছে বাঁধের কালী মায়ের পুজো। পুজো উপলক্ষে গ্রাম জুড়ে সেজে উঠেছে রঙিন আলোর রোশনাই, আর সেই সঙ্গে জমে উঠেছে মেলা। বুধবার রাত্রে বিশেষ পুজো ও হোম যজ্ঞের মধ্য দিয়ে কালী পুজো সম্পূন্ন হয়। বৃহস্পতিবার কালী প্রতিমা নিরঞ্জনকে ঘিরে মেতে ওঠে এলাকার বাসিন্দারা।