ধর্মনগর: তিলথৈর কল্যাণ সংঘ ক্লাবের পুজোয় ঐতিহ্যের ছোঁয়া
তিলথৈর কল্যাণ সংঘ ক্লাবের পুজোয় ঐতিহ্যের ছোঁয়া। বাঙালীর অন্যতম উৎসব দুর্গোৎসব। ধনী থেকে গরীব সকল অংশের জনগণ মেতে ওঠেন এই উৎসবের মেজাজে। শহরের বিভিন্ন ক্লাবগুলি যেখানে বড়ো বাজেটে পুজো করে সেরার সেরা হবার প্রতিযোগিতার লড়াইয়ে। কিন্তু এই বড়ো বাজেট, ডিজে নাচ আর প্রতিযোগিতার ভীড়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্য, নিষ্ঠা ইত্যাদির ছোঁয়া। এখনো শহর থেকে বেরিয়ে গ্রামের পুজোয় গেলে দেখা যায় সেই নিষ্ঠা,ভক্তি,জনগণের মেলবন্ধন ইত্যাদি।