খড়গপুর ১: অলৌকিক ঘটনা, অদ্ভুত মুখওয়ালা এক চোখা বাছুর জন্ম নিল খড়্গপুরে
খড়্গপুরে ঘটলো এক অলৌকিক ঘটনা। এক চোখ ওয়ালা অদ্ভুত দেখতে বাছুরের জন্ম হলো গরুর পেট থেকে। খড়গপুর গ্রামীণের মাধবপুরের পাশে বেনিয়াসোল এলাকায় ঘটেছে ঘটনাটি। এলাকার বাসিন্দা রাম হাসদার বাড়িতে আজ শনিবার সন্ধ্যা প্রায় সাড়ে ছটা নাগাদ জন্ম নেই বাছুরটি। জন্মের পরেই দেখা যায় বাছুরটির একটিই চোখ। অদ্ভুত দেখতে মুখ। কৌতূহলের কারণে মুহূর্তের মধ্যে ভির জমে তার বাড়িতে, তবে সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ মৃত্যু হয় ওই বাছুরটির।