নবদ্বীপ: স্বর্গীয় জননেতা মদনমোহন বিশ্বাসের স্মরণে মায়াপুর নিদয়া গ্রামে রক্তদান শিবিরের আয়োজন তৃণমূলের,উপস্থিত বিধায়ক
Nabadwip, Nadia | Sep 28, 2025 রবিবার মহাষষ্ঠীর পুণ্য লগ্নে বিগত বছরের ন্যায় এবছরও স্বর্গীয় শিক্ষক ও জননেতা মদনমোহন বিশ্বাসের ৮ম মৃত্যুবার্ষিকী পালনে মায়াপুর নিদয়া গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করে মায়াপুর-বামনপুকুর ২অঞ্চল তৃণমূল কংগ্রেস,স্বর্গীয় মদন মোহন বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন বিধায়ক পুন্ডরিকাক্ষ সাহা,এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ,অঞ্চল তৃনমূলের সভাপতি সুজিত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।